চাঁপাইনবাবগঞ্জে সেতুতে অবৈধভাবে টোল আদায়ের বিরুদ্ধে মানববন্ধন

আজমাল হোসেন মামুন
Published : 20 May 2019, 12:09 PM
Updated : 20 May 2019, 12:09 PM

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে অবৈধভাবে টোল আদায়ের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।

গত শনিবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুকে টোলমুক্ত করা ও অবৈধভাবে টোল উত্তোলনের বিরুদ্ধে  আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদসহ অনেকেই অংশগ্রহণ করেন।


ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বাংলাদেশ ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আরিফুর রেজা ইমন, সাধারণ সম্পাদক ডা. মো. সাইফ জামান আনন্দ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাকিল ইসলাম, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কৌশিক আহম্মেদ, ছাত্রলীগ নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি গালিব হোসেন, ডা. মুন্সি নজরুল ইসলাম সূজন বক্তব্য রাখেন।

মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক ডা. মো. নাহিদ ইসলাম মুন, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. শহিদ হোসেন রানা।

এলাকাবাসীর ভাষ্য, ১৯৯৩ সালের ২৩ জুন এই সেতুটি চালু হয়। দীর্ঘ ২৩ বছর পার হলেও এতে এখনও টোল আদায় করা হচ্ছে।

টোল আদায়কারী কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে অসৈজন্যমূলক আচরণও করে থাকে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

কর্মসূচি থেকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।