প্রতিবন্ধী ব্যক্তিদের ৯ম জাতীয় লিডারশীপ ট্রেনিং সেমিনারের সমাপ্ত

আজমাল হোসেন মামুন
Published : 14 July 2011, 03:02 PM
Updated : 14 July 2011, 03:02 PM

বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি'র (বিপিকেএস) উদ্যোগে ৩ দিন ব্যাপী ''প্রতিবন্ধী ব্যক্তিদের ৯ম জাতীয় লিডারশিপ ট্রেনিং সেমিনার'' এর সমাপনী এবং সনদপত্র বিতরণী অনুষ্ঠান ১৪ জুলাই বিকাল ১০.৩০ টায় বিপিকেএস কমপেস্নক্স, দক্ষিণখান, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হয়। ট্রেনিং সেমিনারের প্রতিপাদ্য বিষয়: উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-উদ্যোগ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে নিয়োজিত ড. রণজিৎ কুমার বিশ্বাস, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, চেয়ারম্যান, লোক প্রশাসন বিভাগ, ঢাবি এবং ড. আবুল হোসেন, পরিচালক, মাল্টিসেক্টোরাল প্রোগ্রাম, উপসচিব,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, আবদুস সাত্তার দুলাল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী জন গোষ্ঠীদের একত্রিত হয়ে কাজ করার বিকল্প নেই । প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ হাতে নিয়েছে । পাশাপাশি বিভিন্ন নীতিমালায় প্রতিবন্ধিতা বিষয়টি অন্তর্ভূক্ত করেছে।

উক্ত ট্রেনিং সেমিনারের শুভ উদ্বোধন করেছিলেন, প্রধান অতিথি হিসেবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি।

উক্ত ট্রেনিং সেমিনার জুলাই ১২ শুরু হয় এবং জুলাই ১৪ সমাপ্ত হয়েছে। বর্তমানে ৪৩ টি জেলার বিভিন্ন উপজেলায় ''উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-উদ্যোগ'' 'পিএসআইডি' এপ্রোচ বাসত্মবায়ন করছে যার ফলে দেশে প্রায় সত্তর হাজার প্রতিবন্ধী ব্যক্তি সরাসরি স্ব-উদ্যোগী হয়ে আত্মনির্ভরশীল হয়েছে। ট্রেনিং সেমিনারে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সংগঠনের ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন। এসব প্রতিবন্ধী ব্যক্তিরা তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী জনগোষ্ঠীদের উন্নয়নে স্ব-সংগঠনের প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দিবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিপিকেএসএর চেয়ারম্যান, মোঃ মোজাহার আলী।