চলে যাচ্ছে আপন মানুষ

আনন্দময়ী মজুমদার
Published : 10 Nov 2016, 04:59 AM
Updated : 10 Nov 2016, 04:59 AM

দুখের কথা বলব কী বল
এইখানে আজ সবই ভেজাল
নকল মানুষ নকল বাড়ি
বাড়ি চাইনে, হৃৎ-দুয়ারী
নকল বাসন, নকল সোনা
কৃতজ্ঞতা পয়সা-গোনা
নকল চুলো নকল থালা
প্রেমের ঘরেও সবাই কালা
লজ্জা ঢাকা যায় না এখন
লজ্জা এখন বেসাতি ধন
চলে যাচ্ছে আপন মানুষ
জীবন নিয়ে, জীবন ফানুস
চলে গেলে আসে না আর
আসে না আর বৃষ্টি ধারা
ছেড়ে গেলে ফেরে না আর
গৌর নিতাই, সোনার পারা

এরা সবাই স্বস্থ হলে
মাটি ছেঁচে মাটি পাবে

লুটের মাটি লুটেরা ধন
স্বাধীনতা, তোমায় খাবে।