মানুষের ধর্ম থাকলে রাষ্ট্রের থাকবে না কেন?

বিডিদেশী মাহাথির
Published : 8 June 2011, 01:12 PM
Updated : 8 June 2011, 01:12 PM

আমাদের দেশের কিছু বিজ্ঞ লোক বলেন, ধর্ম যার যার , রাষ্ট্র সবার । তাই রাষ্ট্রের কোন ধর্ম থাকতে পারবে না ।

রাষ্ট্র যেহেতু মানুষের, গরু গাধার না আর মানুষের ধর্ম আছে , থাকবে , তাই রাষ্ট্রের ধর্ম না থাকার কোন যুক্তি নাই।

প্রশ্ন হতে পারে , রাষ্ট্র কোন ধর্ম মতে চলবে ?

রাষ্ট্র সবার হলেও রাষ্ট্র কি সবার কথা মত চলে , নাকি সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রাধান্য দিয়ে চলে?

সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রাধান্য দিয়েই যদি চলে, তাহলে সংখ্যাগরিষ্ঠের ধর্মকে প্রাধান্য দিয়েই চলা উচিত, সংখ্যালঘিষ্ঠের ধর্মের অধিকার নিশ্চিত করেই।

আপনার বিবেক বুদ্ধি কি বলে ? কিছু বলতে চাইলে এখানে করুন