পানবিবি সর্বশেষ ভার্ষন ১.৪.১ এর বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাক ডাউনলোড করুন

বি এম শরীফ
Published : 11 Jan 2012, 06:40 PM
Updated : 11 Jan 2012, 06:40 PM

যারা ওয়েবসাইট সম্বন্ধে জানেন , তারা অবশ্যই PunBB সম্বন্ধে জানেন । এটি দিয়ে খুব সহজে ফোরাম বা যেকোন ব্লগ তৈরী করা যায় । আর আপনার ফোরামটি বাংলায় করার জন্য বাংলা ল্যাঙ্গুয়েজ প্যাকটি অনেক সাহায্য করবে । শ্রম এবং সময় দুটোই সেভ করবে ।

কিভাবে এটি কাজ করবে:
. আপনার punBB ফোল্ডারটি ওপেন করুন ।
. তারপর lang ফোল্ডার এর মধ্য এটিকে রেখে দিন ।
. তারপর এ্যাডমিনিস্ট্রেটর প্যানেল থেকে ডিফল্ট ল্যঙ্গুয়েজ হিসেবে Bangla সিলেক্ট করুন ।
. তারপর দেখুন চমক…….

এই ভার্সন দিয়ে তৈরী একটি ফোরাম এর ডেমো দেখতে ক্লিক করুন এখানে http://www.bdcampusnews.com/campusdiary/

সাইটটিতে লগিন করলে সম্পূর্ন ভালো ভাবে বুঝতে পারবেন ।

যদি ভালো লেগে থাকে তবে মন্তব্য করতে ভুলবেন না । তাহলে আরও নতুন কিছু নিয়ে হাজির হবার সাহস হবে । ধন্যবাদ
ডাউনলোড লিংক