উচ্চ শিক্ষা নামক ধ্যানে আছি

বাবলুর রহমান
Published : 26 June 2012, 06:34 AM
Updated : 26 June 2012, 06:34 AM

আমরা যারা উচ্চ শিক্ষার ২০০৫-০৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থী আমরা সবাই উচ্চ শিক্ষা নামক ধ্যানে আছি, মাস্টার্স নামক কোর্সের ভর্তির আগে ঝুলন্ত অবস্হায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে (অনার্স পাশের পর)।

#দয়া করে আমাদের বয়স, ধৈর্য্য ও আর্থিক অবস্হা বিবেচনা করুন।
#বিভিন্ন চাকুরীর সার্কুলারে যে অভিজ্ঞতার বিবেচনা করা হয়, তা তো আমাদের এখানেই অর্জিত হচ্ছে। ফলে আমাদের বিবেচনা করুন।
#'যত ধ্যান তত জ্ঞান' এই বাক্য যদি মান্য হয় তবে আমরাই সেরা জ্ঞানী। কারন, আমরা বেশীদিন ধ্যান করছি।
#উপজাতি, মুক্তিযোদ্ধা, মহিলা, প্রতিবন্ধি প্রভৃতি কোটার ন্যায় "জতীয় বিশ্ববিদ্যালয়" কোটা পদ্ধতি চালু করুন।
#হে মহান! আমাদের সেরা বলে স্বীকৃতি দিন না হলে ক্ষমা করুন।

(বি.দ্র. অন্যান্য প্রতিষ্ঠানের কাছে ক্ষমা প্রার্থী,যদিও সেখানে সমস্যার অন্ত নাই বলে জানি)

নিবেদক, বাবলুর রহমান
এস.এস.সি- ২০০৩
এইচ.এস.সি – ২০০৫
অনার্স হবে ২০০৯ কিন্তু ২০১২ এখনও ঝুলন্ত, তবে চলবে কতদিন, কে জানে!