নিখোঁজ সংবাদঃ জাহাঙ্গীর আলমকে পাওয়া যাচ্ছেনা, সহায়তা করার জন্য সম্মানিত ব্লগার ও ভিজিটরবৃন্দকে অনুরোধ করছি।

বাবুল করিম
Published : 16 April 2012, 09:27 AM
Updated : 16 April 2012, 09:27 AM

এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জাহাঙ্গীর আলম। বয়স ১৮ বছর। বি এ এফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে এইচ এস সি(২০১২) পরীক্ষা দিচ্ছিল। গত ১৪ এপ্রিল, ২০১২ (১লা বৈশাখ, ১৪১৯) সকাল ১১টায় পশ্চিম কাজীপাড়া, মিরপুর, ঢাকা বাসা থেকে বের হওয়ার পর আর ফিরেনি। সম্ভাব্য সব জায়গায়ই খুঁজেও তাকে পাওয়া যায়নি (এ ব্যাপারে কয়েকটি পত্রিকায় বিজ্ঞাপনও দেওয়া হেয়েছে।) তার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও টি-শার্ট। তার গায়ের রং শ্যামলা।

জাহাঙ্গীর আলম যদি সম্মানিত ব্লগার ও ভিজিটরবৃন্দের কারও দৃষ্টিগোচর হয়ে থাকে অথবা তার সম্পর্কে কোন সংবাদ জেনে থাকেন তবে নিম্নোক্ত মোবাইল নাম্বারে জানানোর জন্য অনুরোধ করছি এবং তাকে খুঁজে পাওয়ার প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য সম্মানিত ব্লগার ও ভিজিটরবৃন্দের সহায়তা কামনা করছি।

শামছুল আলমঃ ০১৯১৩৫৩৭৪১১ (জাহাঙ্গীর আলমের বড় ভাই)