বাংলাদেশ ও এদেশের রাজনীতি

Published : 11 March 2012, 02:19 PM
Updated : 11 March 2012, 02:19 PM

গতকাল যখন পত্রিকা গুলির প্রথম পাতায় দেখলাম জাগো নারী জাগো তখন আমার ভাবতে ভালই লাগছিল এই ভেবে যে আমার মা ও একজন নারী যার মাধ্যমে আমি এই পৃথিবীর মুখ দেখছি। কিন্তু পরক্ষনেই শিহরিত হয়ে উঠলাম যক্ষুনি মনে পরলো যে- দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রধান ও নারী! ওনাদের দুই নারীর জাগরনেই ২০ কোটি মানুষের এই দেশের যা হাল…তার ওপর যদি আরও কেউ জেগে ওঠেন, তাহলে..।

নারী জাতি আমাদের পরম পূজণীয়, কেননা তারা আমাদের মা, বোন, জীবন সঙ্গিনী। এমনকি দুই নেত্রী ও তাই…, অথচ কারো নামে আমরা আকুলিত হই, ব্যাকুলিত হই, আর কারো কারো নামে আমরা আতংকিত হই এই দশা হতে আমরা মুক্তি চাই। তাদের পাশে ঘুর ঘুর করা চাটুকার ধরনের লোক গুলোকে ও অনুরোধ করব যে আমি আজ অফিস থেকে বাসায় ঠিক মত ফিরতে পারব কিনা এই নিয়ে আমার বাসায় ও আমি যেমন দুশ্চিন্তায় আছি, আপনাদের ঘরের মানুষ গুলো ও তেমনি দুশ্চিন্তায় আছে যে আপনি/আপনারা ঠিক ভাবে বাসায় ফিরতে পারবেন কিনা ( যদি তারা মানুষ হয়ে থাকেন, আর যদি তারা জানোয়ার বা দেবতা হয়ে থাকেন তাহলে অন্য কথা) তাই আপনারা আপনাদের নেত্রীদ্বয়কে তৈল মরদন থেকে তাদের সন্তানদের তৈল মরদন থেকে বিরত থেকে তাদেরকে গঠন মুলক কিছুতে উজ্জীবিত করতে না পারেন, অন্তত ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত রাখার চেষ্টা করুন প্লিজ..।