আমি দেশ উদ্ধারের লাল সৈনিক

বিন্দুবিসর্গ
Published : 5 Sept 2012, 03:11 PM
Updated : 5 Sept 2012, 03:11 PM

আমি ঘরে বসে অনেক কষ্ট সাধনায় একটি অতি অখাদ্য ব্লগ লিখি আর সন্ধ্যার আগে ঘুম থেকে উঠে শাহবাগ গিয়ে এক কাপ রং চা আর একটা বিড়ি ধরিয়ে দেশ উদ্ধারের তর্কযুদ্ধে ভীষন ভাবে লিপ্ত হই। আর মনে মনে তৃপ্ত হই এই ভেবে যে দেশ উদ্ধারে আমি কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। আদতে আমি কিছু করছি কি? বরং যে লোকটি "পচা ভাতের ব্যবসা" করছে কিম্বা মক্কার রাস্তা ঝাড়ু দিচ্ছে বা ভেড়ার পাল চরিয়ে দেশে ডলার পাঠাচ্ছে সেই আমার থেকে এগিয়ে আছে।(অনেকেই বলে থাকেন এই ডলার যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ এক মাসও চলতে পারবে না?! কি জানি হয়ত তাই হবে!) অথবা যে কৃষক আজ সকালে বৃষ্টিতে ভিজে, রোদে পুড়ে তার্ ক্ষেতে চাষ দিয়ে এল, কিম্বা যে লোকগুলো সারাদিন সেলাই মেশিনের সুতোই জীবন বুনে তিন চার কিলোমিটার পায়ে হেটে বাজার কুড়ানো তরকারি কিনে ঘরে ফিরল তাদের থেকেও আমি নগন্য। তারপরেও দিন শেষে আমরা কিছু লোক জড়ো হই শাহাবাগের মোড়ে বা পুরানা পল্টনের কোন চিপায় দেশ উদ্ধারের ব্রত নিয়ে ।