জামানের বাজেট ভাবনা

বিন্দুবিসর্গ
Published : 15 Nov 2012, 10:02 AM
Updated : 15 Nov 2012, 10:02 AM

জামানের সাথে দেখা নাই বেশ কিছু দিন (এসি আর ও ক্যরিয়ার)। সরকারী চাকুরে । ব্যস্ত থাকে খুব। তার ব্যস্ততা দেখতে গেলাম তার অফিস। আমাকে পেয়েই তার বেশকিছু জমে থাকা কথা বলে ফেলল। তার মধ্যে অন্যতম তার বাজেট ভাবনা। সে যা বলল তাই তুলে দিলাম পাঠকের জন্যে।

একজন সরকারি চাকরিজীবির মাসিক বাজেট
ধরি, তিনি প্রথম শ্রেণীর একজন সদ্য যোগদানকারি এবং ঢাকায় পদায়নকৃত।
আয়ের খাত
বেসিক ১১০০০/=
বাড়ি ভাড়া (১১০০*৫৫%) ৬০৫০/=
চিকিতসা ভাতা ৭০০/=
মোট ১৭৭৫০/=
কর্ত্ন ৯০/=
নীট ১৭৬৬০/=

ব্যয়ের খাত
বাসা ভাড়া ১০০০০/=?
প্রত্রিকা ৩০০/==
ডিশ বিল ৩০০/=
মোবাইল ৫০০/=?
সামাজিকতা ৫০০/=
ড়ুদার ৫০/=
যাতায়াত ৩০০/=
পোশাক* ৫০০/= (গড়পড়তা)
জুতা/স্যান্ডাল ২০০/= (গড়পড়তা)
প্রসাধনি ১০০/=
চিকিতস ৭০০/==
মোট ১৩৬৫০/=

খাবার কেনা বাবদ=(১৭৬৬০/=-১৩৬৫০/=)=৪০১০/=
ডিমের হালি ৪০/=
মাংস ২৮০/=
মাছ ৩০০/ (গড়পড়তা)
চাল কেজি ৪৫/=
তেল ১৪০/=
ডাল ১১০/=
সবজি যেকোন ৪০-৫০/=
আদা, পেয়াজ রসুন মসলা পরিমান মত
"এখন আমাকে বল আমার কি ধরনের বাজেট হবে? উদ্বৃত বাজেট না ঘাটতি বাজেট? হাহাহাহ–"
আমি বললাম তুই তো সব কিছু জেনে বুঝেই সরকারী চাকরিতে এসেছিস। তুই কি জানতি না এই বিষয়টা?
"আমি জানতাম । তবে এতটা ভয়াবহ তা জানতাম না। "
আমারও জানা ছিল না। আজ জানলাম । সরকারী চাকুরেদেরকে ঘুষ খাওয়ার জন্য পরোক্ষভাবে উৎসাহিত করা হচ্ছে বলে আমার মনে হল। জানি না কিভাবে চলে ওর সংসার। যেখানে কোন কম্ম না করেই অনেকে বাড়ি গাড়ি করে ফেলছে সেখানে সরকারের সবচেয়ে বড়(প্রথম শ্রেণীর) একজন কর্মকর্তা সংসার চালাতেই হিমশিম খাচ্ছে। কি কঠিন এই বাস্তবাতা।!!!!!