সারা যাকেরের কথায় কান দিবেন না, মাতৃত্ব থেকে নিজেকে বঞ্চিত করার ঝুঁকি নিবেন না

কান্টি টুটুল
Published : 13 June 2012, 08:53 AM
Updated : 13 June 2012, 08:53 AM

মাতৃত্ব লাভের মধ্য দিয়ে একজন নারী তার জীবনের পূর্ণতা লাভ করে

কিন্তু এই মাতৃত্ব লাভ হতে সারা জীবনের জন্য ঐ নারী বঞ্চিত হতে পারে যদি সে তার গর্ভে ধারণ করা প্রথম বাচ্চা টিই নষ্ট করে দেয়

শারিরীক সম্পর্ক প্রেম ভালবাসার একটি চুড়ান্ত স্বীকৃত স্তর,কিন্তু এই স্তরে যাবার জন্য যারা বিয়ে নামক সামাজিক স্বীকৃতির সেতুটি পার হতে চায় না তাদের প্রেম ভালবাসার পথে পা না বাড়ানোই উচিত,

"একজন আরেকজনকে ভালোবাসলে, এ রকম শারীরিক সম্পর্ক হয়ে যেতে পারে। এটা নিয়ে অপরাধবোধে ভোগার কিছু নেই। তুমি আরেক জায়গায় বিয়ে করলে এ বিষয়টি কোনো বাধা হয়ে দাঁড়াবে না"

বাহ চমৎকার!! এই না হলে বাংলাদেশের বুদ্ধিজীবী
অবৈধ শারিরীক সম্পর্ক এবং তার মাধ্যমে গর্ভে ধারণ করা বাচ্চা হত্যা করা নিয়ে অপরাধবোধে ভোগার কিছু নেই,
শুধু তাই না প্রথম বাচ্চা নষ্ট করার পর ঐ মেয়েটি যে বিয়ের পর পুনরায় গর্ভ ধারণে সক্ষম হবে এই নিশ্চয়তা ঐ অভিনেত্রী কাম বুদ্ধিজীবী কোথায় পেলেন? আর গর্ভ ধারণে অক্ষম এরকম একটা মেয়ের বৈবাহিক সম্পর্ক অটুট থাকার নিশ্চয়তা কে দিবে,সারা যাকের???

কৃতজ্ঞতা:প্রথম আলো