শেয়ার মার্কেটে কারসাজি করে হাতিয়ে নেয়া আমার পাঁচ লক্ষ টাকা ফিরিয়ে দিন কথা দিচ্ছি ১লক্ষ টাকা আপনার ফান্ডে দিব

কান্টি টুটুল
Published : 17 July 2012, 10:47 AM
Updated : 17 July 2012, 10:47 AM

আপনার কাছে আমরা করুণা চাই না,চাই ন্যায্য বিচার

কারণ এটা আপনার দায়িত্বের মধ্যেই পরে,
আপনি ক্ষমতায় বসলেই কেন আমজনতাকে শেয়ার মার্কেটে ডেকে এনে নিঃস্ব করে দেয়া হয়,কেন কেলেঙ্কারির হোতাদের নাম পর্যন্ত প্রকাশ করা হয় না?বিচার হওয়া তো দূরের কথা,

শেয়ার মার্কেট ধ্বসে যারা জড়িত ছিল আপনার অর্থমন্ত্রী তাদের নাম প্রকাশ করেন না,এখন বিশ্ব ব্যাংকের দেয়া রিপোর্টে যাদের নাম পদ্মা সেতুর দূর্নীতির সাথে জড়িয়ে আছে আপনার অর্থমন্ত্রী তাদের নামও প্রকাশ করতে চান না,এতে নাকি তাদের চরিত্র হরণ করা হয় !

মাননীয় প্রধানমন্ত্রী,
ঐ গুটিকয় দুর্নীতিবাজের স্বার্থই যদি আপনার কাছে আমজনতার স্বার্থের চাইতে বড় হয়ে থাকে তাহলে পদ্মা সেতুর খরচের টাকা ঐসব দুর্নীতিবাজদের কাছ থেকেই আদায় করে নিন,দয়া করে আমাদের সাথে আর অবিচার করবেন না,আমাদের আর নিঃস্ব করবেন না,

আর যদি দুর্নীতিবাজদের সঠিক বিচার করে শেয়ার মার্কেট থেকে লুট হয়ে যাওয়া আমার পাঁচ লক্ষ টাকা ফিরিয়ে দেন তাহলে কথা দিচ্ছি সেখান থেকে আপনার ফান্ডে এক লক্ষ টাকা দিয়ে দিব,
যদি বিশ্বাস না করেন তবে এক লক্ষ টাকা রেখে দিয়ে না হয় বাকী চার লক্ষ টাকাই আমাকে ফেরত দিন।