হুমায়ূন আহমেদকে আমরা কাল হারিয়েছি আর তার চার সন্তান সম্ভবত তাদের বাবাকে হারিয়েছে সাত বছর আগে

কান্টি টুটুল
Published : 20 July 2012, 05:45 PM
Updated : 20 July 2012, 05:45 PM

হুমায়ুন আহমেদ একজন জনপ্রিয় কথা সাহিত্যিক,এদেশে প্রচুর সংখ্যক পাঠক সৃষ্টি তার একটি বড় অবদান,একজন পাঠক হিসাবে আমরা তাকে কালকে হারিয়েছি,

পাঠক হিসাবে আমরা অনেক সাহিত্যিকের কর্মের সাথেই পরিচিত হই,তাদেরই একজনকে আজ আমরা হারিয়েছি, কিন্তু হুমায়ুন আহমেদের ঐ চার সন্তান তাদের বাবাকে হয়ত সাত বছর আগেই হারিয়েছে,সম্ভবত এ কারণেই মৃত্যু শয্যায় হুমায়ুন আহমেদ তার চার সন্তানদের দেখে যেতে পারেননি।

আজকে বার বার শুধুই মনে হচ্ছে ঐ চার সন্তান যা হারিয়েছে তার কাছে আমাদের হারানোটা কি এতই বড়?
আমরা কি এতটাই স্বার্থপর?

এটি একান্তই আমার নিজস্ব গুটিকয় ভাবনার একটি,কাউকে আহত করলে ক্ষমা করবেন।