পদ্মাসেতুর ঋণচুক্তি বাতিল হওয়াই উচিত

কান্টি টুটুল
Published : 5 Sept 2012, 10:08 AM
Updated : 5 Sept 2012, 10:08 AM

যে সরকার হলমার্ক গ্রুপসহ পাঁচটি প্রতিষ্ঠানের চার হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির খবর মিডিয়ায় প্রচার সহ্য করার ক্ষমতা রাখেনা সেই সরকারের উচিত হবেনা ২৯০ কোটি ডলারের পদ্মা ব্রীজ তৈরীর মত বড় কাজে হাত দেয়া।

বিশ্ব ব্যাংক যখন পদ্মা ব্রীজ সংক্রান্ত সকল আর্থিক লেনদেনে স্বচ্ছতার ব্যাপারে জোর দিচ্ছে তখন হলমার্কের ঋণ জালিয়াতির খবর প্রচার না করার জন্য অর্থমন্ত্রীর পরামর্শ দাতাগোষ্ঠী সমূহকে বাংলাদেশ থেকে দূরে সরিয়ে রাখবে।

আন্দোলনের মুখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর তৈরীর খায়েস থেকে আওয়ামী সরকারের পিছু হটা দেশবাসীর জন্য যে কত বড় আশীর্বাদ ছিল সেটি এখন বোঝা যাচ্ছে,
এসব বড় বড় মেগা প্রজেক্টে যে অনিয়ম হত সেটি আর বলার অপেক্ষা রাখেনা আর এসব দূর্নীতি ধামাচাপা দেয়ার সব রকম চেষ্টাই এই সরকার করত যার ফল ভোগ করতে হত দেশের গরিব জনগনকে।
ব্যাংক সহ সকল আর্থিক প্রতিষ্ঠান সমূহে স্বচ্ছতা আনয়ন করা এখন সময়ের দাবী।

কৃতজ্ঞতা: barta24.net