ব্রিটিশ আমেরিকান টোবাকোর বিভ্রান্তিকর প্রচারণা

কান্টি টুটুল
Published : 10 March 2017, 05:33 PM
Updated : 10 March 2017, 05:33 PM


বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকোর প্রধান কাজ কী? উত্তর হল, এদেশে তামাকজাত পন্য উৎপাদন ও বাজারজাত করা। অর্থাৎ জনস্বাস্থ্যের বিরুদ্ধে তাদের অবস্থান।

ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তাদের নারী কর্মীদের মাঝ থেকে এমন দুজনকে বেছে নিয়েছেন যারা প্রতিষ্ঠানটির প্রসারে বড় ভূমিকা রেখেছেন এবং এটিকে তারা 'সাফল্য' হিসেবে চিত্রিত করে আজকের (১০ মার্চ ১৭) কালের কণ্ঠ পত্রিকার সংবাদ বিজ্ঞপ্তি ছাপিয়েছেন।

জনস্বাস্থ্যের বিরুদ্ধে অবস্থান নেয়া একটি প্রতিষ্ঠানের কাজ কিভাবে 'সাফল্য' হিসেবে চিত্রিত হয়! এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ বিজ্ঞপ্তি প্রচারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিরত থাকবেন আশাকরি।

ছবিটি কালের কণ্ঠ পত্রিকা (১০ মার্চ ২০১৭) থেকে নেয়া হয়েছে।