পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ বিল-২০১২’ এর আওতায় সকল অশ্লীল কুরুচিপূর্ণ ভারতীয় চ্যানেল ও ভারতীয় শিল্পীদের এদেশে নগ্ন নৃত্যানুষ্ঠানের ব্যান চাই

কান্টি টুটুল
Published : 2 Feb 2012, 07:25 PM
Updated : 2 Feb 2012, 07:25 PM

সরকার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ বিল-২০১২'সংসদে উপস্থাপন করেছে,এটিকে আমরা স্বাগত জানাই, সরকারের সদিচ্ছার প্রমান হিসাবে বিলটি পাশ করে এদেশে প্রচারিত সকল অশ্লীল কুরুচিপূর্ণ নগ্ন নৃত্য সম্বলিত সকল ভারতীয় চ্যানেল এর ব্যান চাই। পাশাপাশি "শিলা কি জওয়ানী" টাইপ অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় মহিলা শিল্পীদের নিতম্ব/বক্ষদেশ প্রদর্শনীর যেসব আয়োজন করা হয় সেসবও ব্যান করা হোক,
কারন এইসব অশ্লীল কুরুচিপূর্ণ নগ্ন নৃত্যের কোন শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নাই

প্রস্তাবিত'পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ বিল-২০১২'অনুযায়ী পর্নোগ্রাফি হলো যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিওচিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।"