অস্বাভাবিক পরিস্থিতি খেয়াল করুন,নজরে রাখুন, সন্দেহ হওয়া মাত্র প্রিয়জনকে জানান…হয়তো আপনি বেঁচে যেতে পারেন খুন হওয়া থেকে

কান্টি টুটুল
Published : 12 Feb 2012, 04:32 PM
Updated : 12 Feb 2012, 04:32 PM

রুনি ও সাগর দম্পতির হত্যাকান্ড সবাইকে ভাবিয়ে তুলেছে,বিশেষকরে ঘটনাটি ডাকাতি না হয়ে কাছের পরিচিত জনদের দ্বারা সংঘটিত হবার সম্ভাবনা থাকায় অনেকেই ভয় আর অস্বস্তিকর অবস্থায় আছেন।

এ জাতীয় পূর্ব পরিকল্পিত খুনের ঘটনা মোকাবেলা করার বা এড়িয়ে যাবার প্রথম উপায় হতে পারে আপনার পাশের মানুষের যে কোন অস্বাভাবিক আচরণ নজরে আসা মাত্র সতর্ক হওয়া ও প্রিয়জনদের জানানো ও সাহায্য চাওয়া।

লক্ষ করুন রাত আট টা থেকেই খুনিরা রুনির ফ্লাটে ছিল এবং রাত দুইটায় সাগর ফ্লাটে আসে,এই দীর্ঘ সময়ে খুনিদের সম্পর্কে সম্ভবত রুনির সন্দেহ হওয়ায় কাউকে জানাতে চেয়েছিল কিন্তু খুনিরা জানাতে দেয়নি কারন মাছরাঙ্গা অফিসে সাগর রাতের খাবার খান আর ঐ সময় রুনির মোবাইল বন্ধ পাওয়া যায় যেজন্য সাগর তার সংশয়ের কথা সহকর্মীদের জানিয়েছেন,ঐ সময় কারো সাহায্য নিয়ে কিংবা রাত দুইটার সময় অন্তত ড্রাইভার সহ ফ্লাট পর্যন্ত আসলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।