মৃত রুনির প্রতি এই নির্লজ্জ অবিচার বন্ধ করুন

কান্টি টুটুল
Published : 21 Feb 2012, 05:08 AM
Updated : 21 Feb 2012, 05:08 AM

রুনির পাঠানো এই এসএমএস টি রুনি-সাগর হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তারা প্রকাশ করেছেন, কিন্তু রুনির এই এসএমএস টির ফিরতি ম্যাসেজ আসলেও গোয়েন্দারা তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন।

জানতে চাই,
রুনির পাঠানো এই এসএমএস টি কার স্বার্থে প্রকাশ করা হল
রুনির সন্তান মেঘের স্বার্থে নাকি মেঘের মার খুনির স্বার্থে?

রুনি আজ মৃত প্রতিবাদ জানাতে অক্ষম আর রুনির সন্তান অবুঝ এজন্যই কি রুনির প্রতি এই নির্লজ্জ অবিচার?যদি তাই হয় তবে এটি দেশের সকল আমজনতার সুবিচার লাভের প্রতি একটি বড় হুমকি।
মার্টিন লুথার কিং বলেছিলেন……….
"Injustice anywhere is a threat to justice everywhere."

প্রধানমন্ত্রী নিজেই নাকি বিষয়টির প্রতি নজর রাখছেন, দিকনির্দেশনা দিচ্ছেন …….এই কি তার ফল?
ছি!