হাসিনার ঐ প্রস্তাব নিয়া মার্কিন সরকার মাথা ঘামায় না, ইউনূস সাহেব আগ্রহি কিনা সেটিই তাদের বিবেচনার বিষয়

কান্টি টুটুল
Published : 29 Feb 2012, 05:21 PM
Updated : 29 Feb 2012, 05:21 PM

প্রস্তাব টি করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দলের নিকট ইউনূস সাহেব কে বিশ্ব ব্যাংকের প্রধান করার জন্য।

এটি সত্য যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একাধিক (সম্ভবত ১০ এর অধিক )ডক্টরেট ডিগ্রির অধিকারি কিন্তু ইউনূস সাহেব ও তো কম নন তিনি দেশের একমাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ,
আমার তো মনে হয় প্রধানমন্ত্রী যদি আন্তরিক ভাবে ডঃ ইউনূস কে বিশ্ব ব্যাংক প্রধানের পদে দেখতে চাইতেন তাহলে প্রস্তাব করার আগে ইউনূস সাহেবকে অন্তত একবার জিজ্ঞাসা করতেন ঐ পদের দায়িত্ব গ্রহনে তিনি আগ্রহি কিনা বিশেষ করে যে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে দুশ ৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করে দিয়েছে।

আর তাই মনেহয় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে এর একটি জুতসই জবাব তিনি দিয়ে দিয়েছেন, বলেছেন …… "আমি নিশ্চিত এই পদে মনোনয়নে তিনি সম্মত হলে সব দিক থেকে বিষয়টি বিবেচনা করা হবে।"

অর্থাং হাসিনার ঐ প্রস্তাব নিয়া মার্কিন সরকার মাথা ঘামায় না, ইউনূস সাহেব আগ্রহি কিনা সেটিই তাদের বিবেচনার বিষয়।

কেমন হবে যদি এটি প্রকাশ পেয়ে যায় যে…….ইউনূস সাহেব বিশ্ব ব্যাংক প্রধানের পদে আগ্রহি না কিন্তু প্রধানমন্ত্রী ইতিমধ্যেই উনার নাম প্রস্তাব করে ফেলেছেন তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সন্মান টা কোথায় যায়?