মার্জিত ভাবে বলা একটি সহজ কথা আরেকজনের জন্য যে কত গভীর অপমান বয়ে আনতে পারে এটি তার উত্কৃষ্ট উদাহরন

কান্টি টুটুল
Published : 2 March 2012, 03:02 PM
Updated : 2 March 2012, 03:02 PM

কেমন হবে যদি এটি প্রকাশ পেয়ে যায় যে…….ইউনূস সাহেব বিশ্ব ব্যাংক প্রধানের পদে আগ্রহি না কিন্তু প্রধানমন্ত্রী ইতিমধ্যেই উনার নাম প্রস্তাব করে ফেলেছেন তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সন্মান টা কোথায় যায়?

ঠিক যেমনটা আশা করেছিলাম,সাথে আশংকাও করেছিলাম এই ভেবে যে,এমন নির্বোধের মতন বলা কথার জবাব না জানি কতটা ক্ষুরধার লেখনীর মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিকে ধেয়ে যায়,
হয়েছেও ঠিক তাই,ইউনুস সাহেব ধন্যবাদ জানিয়ে উপরের জবাব দেয়ার পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রীকে স্মারণ করিয়ে দিয়েছেন…….

"আশান্বিত হয়েছি যে এখন থেকে আমার প্রতি এবং গ্রামীণ ব্যাংকের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ও নীতি মাননীয় প্রধানমন্ত্রীর সর্বশেষ অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে"

অর্থাং বিশ্ব ব্যাংকের প্রধান পদের জন্য প্রধানমন্ত্রীর ঐ প্রস্তাব সত্যিকার ভাবে কতটা আন্তরিক ছিল সেটি ইউনুস সাহেব এবং গ্রামীণ ব্যাংকের প্রতি এই সরকারের সামনের সময়ের দৃষ্টিভঙ্গি থেকেই বোঝা যাবে,

বিশ্বব্যাংকের প্রধান হবার প্রস্তাব টি যে স্রেফ রসিকতা ছিলনা,আশাকরি আমাদের প্রধানমন্ত্রী সেটির প্রমাণ দেবেন,অপেক্ষায় থাকলাম।

কৃতজ্ঞতা :বিডিনিউজ২৪ ডট কম