সবে মাত্র দুটি মৌলিক অধিকারের উপর হাত পরেছে,অপেক্ষা করেন !!

কান্টি টুটুল
Published : 10 March 2012, 02:31 PM
Updated : 10 March 2012, 02:31 PM

১২ই মার্চ সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় খাবার ও আবাসিক হোটেল বন্ধ করে দেয়া হচ্ছে,

—) যে কাজ দুটি কোন সামরিক জান্তা এদেশে কখনও করার দুঃসাহস দেখায়নি,
—) ন্যূনতম সভ্য একটি দেশের সভ্য সরকার যে বিধিনিষেধ কখনও আরোপ করার চিন্তা করেনি,

সেই দুটি মৌলিক মানবিক অধিকার হরণ করার অজুহাত খুঁজে পেয়েছে আমাদের এই ডিজিটাল সরকার !!!

যারা এতদিন বাকশালের স্বর্ণযুগের অভিজ্ঞতা না পাবার হতাশায় আফসোস করছিলেন তাদের এবার শুধু বাকশাল না বাকশালের বাপ দেখিয়ে দেয়া হবে,
সবে তো মাত্র দুটি মৌলিক অধিকারের উপর হাত পরেছে,অপেক্ষা করেন।

প্রয়াত মহান নেতার স্বপ্নের সোনার বাংলা গড়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে তারই যোগ্য উত্তরসুরি,আর আজকে আমরা সেই সোনার বাংলা গড়ার দিকে আরো একধাপ এগিয়ে গেলাম!

সাবাস বাঙ্গালি সাবাস!!

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

কৃতজ্ঞতা: ডেইলি ষ্টার