সাগর-রুনি আর সৌদি কূটনীতিক হত্যা এক পাল্লায় মাপার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী! পারবেন তো?

কান্টি টুটুল
Published : 14 March 2012, 02:54 PM
Updated : 14 March 2012, 02:54 PM

সাগর-রুনি হত্যাকাণ্ডের পর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কিছু জ্ঞান দিয়েছিলেন যেটি আমরা শুনতে বাধ্য হয়েছিলাম,কিন্তু একমাস পার হয়ে যাবার পরও হত্যাকারী গ্রেফতার হয় নাই।

এই দেশে হত্যাকাণ্ড সংঘটিত হলে হত্যাকারীকে খুজে না পাওয়া,সনাক্ত হলে গ্রেফতার বা বিচার না হওয়া আর বিচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হলেও রাষ্ট্রপতি কর্তৃক মাফ পেয়ে যাওয়া ……এ জাতীয় অভিযোগের সাথে আমরা কমবেশি সকলেই পরিচিত ও অভ্যস্ত।

সৌদি কূটনীতিক হত্যার এক সপ্তাহ পর হত্যাকারী গ্রেফতার করতে না পারার প্রেক্ষাপটে এধরনের চিঠি তথা আমাদের দেশীয় কালচার,যেটি সাগর-রুনি হত্যাকাণ্ডের পর হতে দেশবাসী প্রত্যক্ষ করছে সেটি সৌদি আরবে রপ্তানি চেষ্টার ফলাফল যে এদেশের জন্য এবং সৌদিতে চাকুরীরত লক্ষ লক্ষ বাংলাদেশীর জন্য যে সুখকর হবেনা সেটি ভাববার সময় এসেছে।

কৃতজ্ঞতা : নয়া দিগন্ত