ধারাবাহিক ভাবে ক্ষমতায় থাকার উপকারিতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী যা বলেন

কান্টি টুটুল
Published : 1 April 2012, 02:22 PM
Updated : 1 April 2012, 02:22 PM

ধারাবাহিক ভাবে ক্ষমতায় থাকার উপকারিতা প্রসঙ্গে আমাদের প্রধানমন্ত্রী সিঙ্গাপুর,মালয়েশিয়ার উন্নয়ন দেখিয়ে বলেন ঐসব দেশে যারা দেশের জন্য কাজ করেছে তারাই ধারাবাহিকভাবে ক্ষমতায় থেকেছে,গতকাল রাত্রে একাধিক টিভি চ্যানেলে এটি দেখানো হয়েছে,কিন্তু আজকে সকল পত্রিকায় প্রধানমন্ত্রীর বক্তব্যের এই অংশটি বাদ দেয়া হয়েছে।

কেন বাদ দেয়া হয়েছে?

প্রধানমন্ত্রী ধারাবাহিক ভাবে ক্ষমতায় থাকা নিয়ে কথা বলেছেন আর উনার পিতা জাতির জনক আজীবন ক্ষমতায় থাকার পাকাপোক্ত ব্যাবস্থা করেছিলেন,

বিষয় দুটির সাদৃশ্যই কি প্রধানমন্ত্রীকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে?

যদি তাই হয়ে থাকে তবুও প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই কারণ আজীবন বা ধারাবাহিক ভাবে ক্ষমতায় থাকার ব্যাবস্থা করা বা এনিয়ে কোন কথা বলা একজন প্রধানমন্ত্রীর জন্য শোভা পায় না,এটি সম্পূর্ণভাবেই এ দেশের আমজনতার বিবেচ্য বিষয়,আমজনতার এখতিয়ার।