একজন মন্ত্রীরও কি পদত্যাগ করার মতন সৎ সাহস নাই?

কান্টি টুটুল
Published : 10 April 2012, 05:30 PM
Updated : 10 April 2012, 05:30 PM

মন থেকে দোয়া করব ঐ মন্ত্রীর জন্য যিনি দায়িত্বে অবহেলার অভিযোগে পদত্যাগ করে যোগ্যতর আরেকজনকে সুযোগ দিবেন কাজ চালিয়ে যাবার জন্য,

আর্থিক ক্ষেত্রে চরম অব্যবস্থাপনা,পর পর দুই মেয়াদেই শেয়ার মার্কেটে বড় ধরনের কেলেঙ্কারি কোন কাকতালীয় ঘটনা না,অনেক আশা ছিল অর্থমন্ত্রী পদত্যাগ করবেন,কিন্তু না তিনি এখনও হাসেন,

৪৮ ঘন্টার আশার বাণী যিনি শুনিয়েছিলেন তিনি সমগ্র দেশবাসীকে হতবাক করে দিয়ে ৪৮ ঘন্টার নতুন থিউরি উপহার দিয়েছেন যেটি এখনও চলমান,আদৌ শেষ হবার লক্ষন যার নাই,
তিনিও বহাল তবিয়তে স্বপদে বর্তমান,কেনইবা থাকবেন না? আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোন সময়ের চাইতে যে ভাল আছে,

বিসমিল্লায় গলদ বোধহয় একেই বলে,
বিশ্ব ব্যাংকের প্রতিনিধি অ্যালান গোল্ড ষ্টেইন পদ্মা ব্রীজ সংক্রান্ত এক সভায় বলেছিলেন ……..
নো করাপশন,নো করাপশন,নো করাপশন
তবুও দেশের ইতিহাসে সবচাইতে বড় এই প্রকল্পে দুর্নিতির অভিযোগে বিশ্ব ব্যাংক অর্থবরাদ্দ স্থগিত করে দিয়েছে,
তবে এক্ষেত্রে কিছুটা ব্যাতিক্রম ঘটেছে,অভিযুক্ত মন্ত্রীর দফতর পুনঃ বন্টন করা হয়েছে,কিন্তু তিনি পদত্যাগ করেননি,

তবে সবচাইতে মজার ঘটনাটি বেরিয়েছে আজকে,
আমাদের রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিবের গাড়ি থেকে ৭০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে,
সুরঞ্জিত বাবু ঘটনা তদন্ত করার জন্য দুটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন যারা ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিবে,
মন্ত্রী নিজেই তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন,সুতরাং পদত্যাগের আশা নাই,

তবুও মনে অনেক আশা নিয়া আছি,সবশেষের আজকের ঘটনায় ইনশাআল্লাহ একজন মন্ত্রী পদত্যাগ করে দেশে উন্নত রাজনীতির ধারা চালু করবেন,
নতুন দিনের নতুন রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে আসা সরকারের কাছে এটাই তো আমরা চাই।