এদেশে আওয়ামী লীগাররাই শুধু মানুষ বাকি সবাই অমানুষ, যারা সবাই নাটক করে

কান্টি টুটুল
Published : 20 April 2012, 11:52 AM
Updated : 20 April 2012, 11:52 AM

পাগলে অনেক কিছুই বলে,ছাগলে অনেক কিছুই খায় এ নিয়ে কারো কোন সমস্যা হওয়ার কথা না, সমস্যা হয়ে দাঁড়ায় তখন যখন ঐ সব কথা পাগল এর পরিবর্তে সাধারণ মানুষ কয় আর এই সাধারণ মানুষটি যদি একটি সরকারের প্রধান হন তবে প্রাসঙ্গিক সমস্যার প্রকৃতি নির্ধারন করাই জটিল হয়ে দাঁড়ায়, এদেশের জন্য যা কিছু ভাল কল্যাণকর তার সবই করে গেছেন জাতির জনক বাকী সবাই ভিলেন,
এদেশে আওয়ামী লীগাররাই শুধু মানুষ বাকী সবাই অমানুষ জানোয়ার,যারা সবাই নাটক করে,

উপরের কথাটি মাননীয় প্রধানমন্ত্রী এমন একটি সময়ে বলেছেন যখন ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী আলম প্রায় দুবছর যাবত নিখোঁজ,সাগর-রুনির খুনের রহস্য বের করতে পুলিশ ব্যর্থ এবং বেডরুমের নিরাপত্তা দিতে প্রধানমন্ত্রী অপারগ,সৌদি কূটনীতিক খালাফ আল আলী হত্যার রহস্য অমিমাংসিত,গুম আর হত্যা যখন দেশে স্বাভাবিক ঘটনা হয়ে দাড়িয়েছে,

মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যটি আমলে নিলে যে অস্বাভাবিক প্রশ্নটি মনে উকি দেয় সেটি হল……..

১৫ আগষ্টের ঘটনাবলী স্বয়ং জাতির জনক বা আওয়ামী লীগের সাজানো নাটক ছিল কিনা

আমরা সাধারণ মানুষ সহজ সাধারণ চিন্তা করতে চাই,অসুস্থ,অস্বাভাবিক চিন্তা করতে চাই না,কিন্তু প্রধানমন্ত্রীর সাম্প্রতিক কিছু বক্তব্য আমাদের এই সুস্থ্য স্বাভাবিক চিন্তা চেতনাকে অসুস্থ,অস্বাভাবিক,জটিল পথে নিয়ে যেতে চায়,

অবশ্য এই অভিনব বিপদ থেকে নিজের চিন্তা চেতনাকে সুস্থ্য স্বাভাবিক রাখার জন্য সকল আমজনতাকে মহামান্য আদালতের "রং হেডেড" বিষয়ক মন্তব্যটি মনে রাখা সহায়ক হবে বলে মনে করি।