ইস্যু,পাল্টা ইস্যু তৈরীর আগুন নিয়ে খেলছে সরকার

কান্টি টুটুল
Published : 20 April 2012, 04:12 PM
Updated : 20 April 2012, 04:12 PM

যখনই কোন একটি ইস্যুতে প্রবল জনমত তৈরী হয় তখন আমজনতার মনোযোগ শতভাগে বিভক্ত করা সরকারের প্রধান কাজ হয়ে দাঁড়ায়,

যেকোন স্বতস্ফূর্ত আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করা বা আন্দোলনের উপরে আচমকা ঠান্ডা পানি ঢেলে দেয়ায় ঘৃণ্য রাজনীতিতে আওয়ামী লীগ সিদ্ধহস্ত,

অতীতের ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলন,৮৬ এর এরশাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে নির্বাচনে অংশগ্রহন আর হালের মন্ত্রী / এপিএসের অর্থ কেলেঙ্কারী পরবর্তী সময়ে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় এমনটাই প্রতীয়মান হয়,

অতি সম্প্রতি মন্ত্রী / এপিএসের অর্থ কেলেঙ্কারীর ঘটনা যখন তুঙ্গে তখন প্রধানমন্ত্রী দেশের বাইরে,
আজকেও প্রধানমন্ত্রী দেশের বাইরে চলে গেলেন…….ইলিয়াস আলি গুমের ঘটনার কোন কূলকিনারা হল না,

প্রধানমন্ত্রীর ভাষায় এই নাটকের শেষ দৃশ্য দেখার অপেক্ষায় আছি