আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংবিধান মানেন না!!!

কান্টি টুটুল
Published : 22 April 2012, 06:39 AM
Updated : 22 April 2012, 06:39 AM

সংবিধানের ৫৮ (১) ধারা মতে একজন মন্ত্রীর পদ শুন্য হইবে যদি তিনি তার পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে দেয়ার জন্য প্রধান মন্ত্রীর নিকট জমা দেন, এমনটাই মনে করেন প্রখ্যাত আইনজীবী ব্যারিষ্টার রফিক উল হক,সংবিধান বিশেষজ্ঞ ড: এম জহির,সাবেক এটর্নি জেনারেল হাসান আরিফ ও ব্যারিষ্টার শাহদিন মালিক
কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেন ……

তবে কি আমাদের প্রধানমন্ত্রী সংবিধান মানেন না?

(a) if he resigns from office by placing his resignation in the hands of the prime minister for submission to the president;

মাননীয় প্রধানমন্ত্রী ড:হাসিনার কাছে এখন প্রশ্ন:

(১) পদত্যাগ করার পর শপথ গ্রহন ছাড়াই সুরঞ্জিত বাবু এখন কিভাবে মন্ত্রীসভায় বসেন?

(২) সোহেল তাজ মন্ত্রী না হয়ে কিভাবে এখনও বেতন পান?

কৃতজ্ঞতা :