এপিএস ফারুকের দাবীকৃত ৭০লক্ষ টাকার মালিকানা নিয়া দুদকের সন্দেহ

কান্টি টুটুল
Published : 24 April 2012, 12:12 PM
Updated : 24 April 2012, 12:12 PM

৭০ লক্ষ টাকা নিয়ে রেলওয়ের কর্মকর্তারা মধ্যরাতে যে মন্ত্রীর বাসায় যাচ্ছিলেন,সেটি সবাই স্বীকার করেছেন আর দূর্নীতি দমন কমিশন এখন (আজকের ডেইলি ষ্টার এ প্রকাশিত ) সন্দেহ করছেন এপিএস ফারুকের দাবীকৃত ৭০ লক্ষ টাকার প্রকৃত মালিক ফারুক ছিল না।

অভিযোগ আছে ঐ ৭০ লক্ষ টাকা রেলওয়ের চাকুরী প্রার্থীদের দেয়া ঘুষের টকার একটি অংশ যা মাইক্রোবাসযোগে সুরঞ্জিত বাবুর বাসায় নিয়ে যাওয়া হচ্ছিল।

এখন প্রশ্ন হল ঘুষের ঐ ৭০ লক্ষ টাকা সহ মন্ত্রীর এপিএস গভীর রাতে মন্ত্রীর বাসায় অবস্থান করলে মন্ত্রী নিজেকে নির্দোষ দাবী করতে পারেন কিনা?

সবশেষে বাবু সুরঞ্জিত সেন গুপ্ত আর তার দোসরদের আব্রাহাম লিংকনের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই…

You can fool all the people some of the time,
some of the people all the time,
But you cannot fool all the people
all the time.

সবাইকে সবসময় বোকা বানানো যায় না