দুঃখিত সৈয়দ আশরাফ, আপনি আমাদের হতাশ করলেন,চরমভাবে

কান্টি টুটুল
Published : 28 April 2012, 07:04 AM
Updated : 28 April 2012, 07:04 AM

একাত্তুর এর ১৪ ডিসেম্বর এদেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে গুম আর হত্যা করেছিল ঐ সময়ের পাকিস্তান সরকার আর তাদের এদেশীয় দোসর জামাত,রাজাকার,আলবদর,আল-শামস্ ‌নামে কিছু কুলাঙ্গার জারজ সন্তান,তাদের সকলের বিচার এখন চলছে,চলবে।

স্বাধীনতার চল্লিশ বছর পর স্বাধীন বাংলাদেশে আজও যারা গুমের ঘটনা ঘটায় তাদের পরিচয় কি?
তারা কি চায়??
কেন তারা এইসব ঘটায়???
এইসব গুমের ঘটনার দায়ভার কাদের উপর বর্তায়????

দুঃখিত সৈয়দ আশরাফ,আপনি মনে হয় ভুল করছেন,
কারন দেশের মানুষ ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার সঙ্গে সম্পৃক্ত

একাত্তুর এর ১৪ ডিসেম্বরের গুম,হত্যাকাণ্ডের কথা এদেশের মানুষ ভুলে নাই,আজকে যাদের গুম করে ফেলা হচ্ছে তাদের কথা দেশের মানুষ ভুলে যাবে,তাদের বিচার হবেনা ……এটা আপনি ভাবেন কিভাবে?