সৈয়দ আশরাফ আসলে যা বলতে চেয়েছিলেন

কান্টি টুটুল
Published : 14 May 2012, 07:11 AM
Updated : 14 May 2012, 07:11 AM

যুদ্ধ শুরু হলে যুদ্ধ শেষ হবার প্রশ্ন আসে আর তার সাথেই আসে শান্তিতে নোবেল পাবার ইস্যুটা,

তবে কি শান্তিতে নোবেল পুরস্কার চালু রাখার জন্য প্রতিবছর অন্তত একটি করে যুদ্ধ লাগা চাই !

সৈয়দ আশরাফ সাহেবের কথা থেকে এমনটা মনে হলেও আসলে উনি যেটি বলতে চেয়েছেন তা হল ………

ইয়াসির আরাফাত,ইছহাক রাবিন আর সিমন পেরেজ যদি ১৯৯৪ এ অসলো তে আলোচনায় বসার জন্য শান্তিতে নোবেল পান তবে উনার নেত্রী ডটার অব পিস শেখ হাসিনা পর্বত্য শান্তি চুক্তি সম্পাদনের জন্য কেন নোবেল পাবেন না?

কেন এটি হাতছাড়া হয়ে ইউনুস সাহেবের কাছে চলে যাবে?ইউনুস সাহেব তো নেত্রীর মতন সরাসরি শান্তি আনেন নাই,

রাজনীতিবিদদের লজ্জা শরম কম হলেও নিজ নেত্রীর নোবেল জ্বরে আক্রান্ত হবার কথা উনি স্বভাবসুলভ লজ্জার করণে বলতে পারেন নাই,আর ব্যারিষ্টার সাহেবরা এটা নিয়ে ভুল বুঝে যাচ্ছে তাই বলে গেলেন,

নিজ নেত্রীর জন্য কত বড় সেক্রিফাইস টাই না আশরাফ সাহেব করলেন,কিন্তু কেউ বুঝলো না,আফসোস।