শিশু অধিকার: আমাদের সচেতনতার অভাব!!!

চারু মান্নান
Published : 13 Oct 2011, 07:50 AM
Updated : 13 Oct 2011, 07:50 AM

শিশু অধিকার@আমাদের সচেতনার অভাব!!! গতকাল,সন্ধ্যা ৬ টার পর অফিস থেকে বাসায় ফিরছি, টেম্পুতে উঠবো, এমন সময় একটা শিশুর কণ্ঠ কানে এলো,~~~~ ফার্মগেট!!! ফার্মগেট! শিশুটির বয়স হবে সারে ৩/৪ হবে বলে ধারনা!!!! তবে এই টেম্পুর লাইনে—শিশুরা কাজ করে পেটের দায়!! সেটা আমরা সবাই জানি, কিন্ত গত কালের শিশুটি ছিল, আমার দেখা সব চাইতে ছোট!!! ঠিক মত দাঁড়াতে পারেনা টেম্পুর পিছনে!!!
তারপর কন্টারকটরকে দিলাম একটা ধমক!! একে নিয়েছিস কেন??? ওর উত্তর, দাঁত বেড় করে হাসি দিয়ে, ও হেলপারি শিখছে স্যার!!!!!