ইট-পাথরের নগরে তবুও বসন্ত আজ

চারু মান্নান
Published : 13 Feb 2012, 05:04 AM
Updated : 13 Feb 2012, 05:04 AM

দক্ষিণা মৃদ হাওয়ার পরশ অনুভত হল, জানলার পর্দায়।

আজকের সকাল যেন একটু অন্যরকম লাগল, মনে হচ্ছে রোদে একটু তাপ বৃদ্ধি পেয়েছে। তবুও সকালে সবার গায়ে ছুয়েটার ছিল। বাসার গলি পথ ছাড়তেই, মোড়ের আম গাছটা চোখে পরল। দেখলাম গাছটা আমের মুকুলে ভরে গেছে। 'ফাগুন এসেছে বনে বনে'_প্রকৃতিতে এখন ফাগুনের ছোঁয়া, আগুনরাঙা বসন্তের মোহময় সুর। নগরজীবনেও লেগেছে বসন্তের মৃদু হিল্লোল। আজ সোমবার। ১৪১৮ বঙ্গাব্দের শেষ ঋতু বসন্তের প্রথম দিন।

নগরজীবনে ফুলের সৌরভের বড়ই অভাব। ইট-পাথরের নগরে তবুও বসন্ত আজ।