মানুষের জীবনযাত্রার ব্যয় দিন দিন বাড়ছে। খরচ বাড়লেও জীবনযাত্রার মান বাড়ছে না।

চারু মান্নান
Published : 28 Feb 2011, 07:50 AM
Updated : 28 Feb 2011, 07:50 AM

জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে
খবর-দৈনিক ইত্তেফাক।

মানুষের জীবনযাত্রার ব্যয় দিন দিন বাড়ছে। খরচ বাড়লেও জীবনযাত্রার মান বাড়ছে না।
বরং আগের থেকে কম সেবা নিতে বেশি খরচ করতে হচ্ছে।
বিশেষ করে জ্বালানি তেল,বিদ্যুত ও খাদ্যদ্রব্য খাতে খরচ বেড়েছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের
বেঁচে থাকা কষ্ট সাধ্য ব্যাপার হযে দ্বারিয়েছে।

চালের দাম আকাশ ছোঁয়া-১ বছরে দাম বেড়েছে-৩৩%।
ভোজ্য তেল আকাশ ছোঁয়া-১ বছরে দাম বেড়েছে-৪৬%।

বিদ্যুতের দাম বেড়েছে ৫% আরো বাড়বে ২%

আলু ছাড়া সব সবজির দাম চড়া। যোগাযোগের পরিবহন খরচতো বেড়েই আছে।
আলু ছাড়া সব সবজির দাম চড়া। যোগাযোগের পরিবহন খরচতো বেড়েই আছে।