ডাঃ সাইফুল ইসলাম
Published : 11 Feb 2012, 02:16 PM
Updated : 11 Feb 2012, 02:16 PM

'বিরোধী দল' নামটি কী বদলানো যায়না? যখন কোন দলের বা গোষ্ঠীর নামকরণ করা হয় 'বিরোধী দল' তখন বিরোধীতা করাই তার বা তাদের একমাত্র কাজ হয়। এবং এক্ষেত্রে বিরোধীতা করা তাদের নৈতিক দায়িত্ব। তাই যখন কোন দল সরকারে থাকে তখন তাদের সরকারী দল বলে অভিহিত করা হয় সেক্ষেত্রে অপর দলগুলোকে 'বেসরকারী দল'বলা যেতে পারে। আরেকটু উদার মানসকিতা হলে বিরোধী দলের নামকরণ করা যেতে পারে সহযোগী দল হিসেবে। সেক্ষেত্রে প্রধান বিরোধী দলের নতুন নামকরণ হতে পারে 'প্রধান বেসরকারী দল' অথবা 'প্রধান সহযোগী দল'। 'দিন বদলের' বরতমান সরকার অনেক ক্ষেত্রে অনেক নাম বদলও করেছেন, বিষয়টি কী নীতিনিরধারণী মহল একবার ভেবে দেখবেন?