প্রবীণদের অধিকার রক্ষায় দাবিসমূহ

ডাঃ সাইফুল ইসলাম
Published : 16 Feb 2012, 06:21 PM
Updated : 16 Feb 2012, 06:21 PM

আসুন আমরা প্রবীণদের অধিকার রক্ষায় নিম্নলিখিত দাবীসমূহ আদায়ে সোচ্চার হই-

১. ৬০-এর অধিক বয়স্ক ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে 'সিনিয়র সিটিজেন' ঘোষণা দিতে হবে।
২. দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালে ও পরিবহনে প্রবীণদের জন্য আসন সংরক্ষণ করতে হবে।
৩. দেশের সকল সরকারি হাসপাতালে প্রবীণদের জন্য পৃথক বিভাগ খুলতে হবে।
৪. ব্যাংকসহ অন্যান্য সেবা প্রদানকারী সংস্থাসমূহে প্রবীণদের জন্য বিশেষ কাউন্টার থাকতে হবে।
৫. কোন প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে কোন মামলা হলে অভিযোগ প্রমাণিত না হওয়া অবধি তাঁকে আটক করা যাবেনা।
৬. সকল ক্ষেত্রে প্রবীণ ব্যক্তিদের যথাযথ শ্রদ্ধা ও সম্মান দিতে হবে, প্রবীণ ব্যক্তিদের সম্মানহানীকর যেকোন কাজকে আইনগত অপরাধ হিসেবে বিবেচনা করতে হবে।
৭. অসহায় ও দরিদ্র প্রবীণ ব্যক্তিদের চিকিৎসা ও ভরণ-পোষণের যাবতীয় দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হবে।
৮. কোন প্রবীণ ব্যক্তি আদালত থেকে অপরাধী প্রমাণিত হলে তাঁকে গ্রেফতারের ক্ষেত্রে হ্যাণ্ডক্যাপ বা দড়ি ব্যবহার করা যাবে না।
৯. কারাগারে প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য ও মানসিক অবস্থার উপর বিশেষ লক্ষ্য রাখতে হবে।
১০. প্রবীণ ব্যক্তিদের বিরুদ্ধে আনীত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করতে হবে।
১১. মহানগরী ও ইউনিয়ন লেভেলে ওয়ারড ভিত্তিক প্রবীণ বিনোদন কেন্দ্র স্থাপন করতে হবে।
১২. সকল টিভি চ্যানেলে প্রবীণ ব্যক্তিদের জন্য বিশেষ অনুষ্ঠানমালা নিয়মিত প্রচার করতে হবে।
১৩. প্রবীণ পিতা-মাতার ভরণ-পোষণ ও তত্ত্বাবধানের সকল দায়িত্ব নিতে সন্তানদের আইনগতভাবে বাধ্য করতে হবে।
১৪. প্রবীণদের কল্যাণে পৃথক প্রবীণ কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।

আপনি যদি উপরোক্ত প্রস্তাবিত দাবিসমূহের সাথে একমত পোষণ করেন তবে আপনিও এ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন। বিস্তারিত জানতে ও আপনার মূল্যবান মতামত জানাতে যোগাযোগ করুন- দেশ ৩৬, ওহাব এভিনিউ (ইকবালনগর), খুলনা-৯১০০, মোবাইল: ০১৭১১৪৫০১৭৮, e-mail: desh.khulna@gmail.com