’৭৫ এ এই দিনটা যদি না আসত

দেবব্রত বিশ্বাস
Published : 14 August 2012, 08:34 PM
Updated : 14 August 2012, 08:34 PM

শিরোনাম দেখেই হয়ত বুঝতে পারছেন কি নিয়ে লিখতে যাচ্ছি । সবাইকে শোকের এই মুহূর্তে সান্তনা দেবার মত কোন ভাষা নাই । শুধু ভাবছিলাম যে সেই ১৯৭৫ এ যদি এই দিনটা না আসত তা হলে আজ আমাদের অবস্থা কী হত?

আমরা সে দিন যদি বঙ্গবন্ধুকে না হারাতাম তবে হয়ত বাংলাদেশ এর আজকের এই অবস্তা হত না । বঙ্গবন্ধুকে না হারালে হয়ত সে অনেকদিন যাবত শাষন করত এই দেশটা । তার হাত দিয়েই গড়ে উঠত তারি স্বপ্নের সোনার বাংলা । আমরা হয়ত উন্নয়নের রোডম্যাপ হয়ে থাকতাম । আজ আমরা অনেক কিছুতে মালয়েশিয়ার উদাহরণ হয়ত সেখানে অনেকেই আমাদের উদাহরণ দিত । তারপর হয়ত আমরা তার পরিবারের কোন যোগ্য উত্তরাধিকারী পেয়ে যেতাম । অবশ্য শেখ হাসিনা তার যোগ্য উত্তরসুরী কিনা তার কোন বিশ্লেষণ করা আমার উদ্দেশ্য নয় ।

যদি '৭৫ এ দিনটা না আসত তবে আমরা অনেকে হয়ত জিয়াউর রহমান, হুসেইন মুঃ এরশাদের মত রাষ্ট্রনায়কদের দেখা পেতাম না । আর অবশ্যই পরবর্তীকালের খালেদা জিয়া, শেখ হাসিনাদেরও এভাবে পেতাম না।

যাক যা হারিয়েছি তা তো আর ফিরে পাবো না , শুধু শুধু ভেবে যাওয়া ছাড়া । যা পেয়েছি তাই নিয়ে যতটুকু পারি সুখী হতে চেষ্টা করে যাই ।