অক্টোবর হোক উৎসবের মাস

দেবব্রত বিশ্বাস
Published : 21 August 2012, 06:39 AM
Updated : 21 August 2012, 06:39 AM

আগামী অক্টোবরে সত্যিকার অর্থেই হতে যাচ্ছে উৎসবের মাস। কারন, ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে শারদীয় দূর্গাপূজা ২০ তারিখে ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হয়ে শেষ হবে ২৪ তারিখে দশমীর মধ্য দিয়ে । তারপর রয়েছে আরো একটি বড় উৎসব তা হল ঈদুল আযহা হ্যাঁ এর সম্ভাব্য তারিখ হল ২৭ অক্টোবর। আর ২৯ অক্টোবর রয়েছে লক্ষীপূজা। তার মানে কি দাঁড়াল? এই অক্টোবর মানেই হতে যাচ্ছে উৎসব এর মাস।

উৎসব প্রিয় বাঙ্গালীর জন্য এটা অনেক বড় খবর বলেই মনে হল। কি বলেন আপনারা? উৎসবে মাততে যাচ্ছে বাংলাদেশের দুটি প্রধান ধর্মীয় গোষ্ঠী । অক্টোবর মাসে কে কি করতে যাচ্ছেন আপনারা ? কে কতটা মজা করার প্রস্তুতি নিচ্ছেন?

আশা করি আপনাদের সকলের ভাল কাটবে এই ২০১২ এর অক্টোবরের শেষ ভাগটা। শুভ কামনা রইলো। আর একই সাথে অগ্রীম শারদীয় শুভেচ্ছা এবং ঈদ মোবারক সবাইকে ।