প্রসঙ্গ:সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা

সাঈদা খান
Published : 18 Dec 2011, 01:03 PM
Updated : 18 Dec 2011, 01:03 PM

সরকারি কর্মকর্তা-কর্মচারিদের অবসরের বয়স ২ বছর বাড়িয়ে ৫৯ করা হচ্ছে । প্রধানমন্ত্রী এ সংক্রান্ত ফাইলে সম্মতি দিয়েছেন । এখন এটি অর্থ ও আইন মন্ত্রণালয় হয়ে আগামীকাল সোমবার বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উত্থাপনের কথা রয়েছে ।মন্ত্রিসভায় পাস হবার পর অধ্যাদেশ জারি করে তা কার্যকর করা হবে । অতঃপর পরবর্তী সংসদ অধিবেশনে তা পাস করা হবে । তবে যারা ইতোমধ্যে অবসর উত্তর ছুটিতে রয়েছেন, তারা এ সুযোগ পাবেন কিনা সে সম্পর্কে কিছু বলা হয়নি ।

যারা বর্তমানে অবসর উত্তর ছুটি ভোগ করছেন তাদের সম্পর্কে উক্ত সংশোধনীতে কিছু না থাকলেও মন্ত্রিষভার বৈঠকে তা উত্থাপনের সুযোগ রয়েছে । মন্ত্রিসভা ইচ্ছা করলে আরো সংশোধন সংযোজন করতে পারে । সরকারকে অনুরোধ করব সংশোধনীটি বর্তমান রাজস্ব বছরের শুরু জুলাই ২০১১ থেকে কার্যকর করার জন্য । যাতে এই সময়ের মধ্যে যারা অবসর উত্তর ছুটিতে গেছেন তারা বঞ্চিত না হন ।কারণ বর্তমান রাজস্ব বছর শেষ হতে এখনও অনেক বাকি ।

অবসর উত্তর ছুটি ভোগরতদের মধ্যে অনেক কর্মকর্তা-কর্মচারি পাওয়া যাবে যারা কর্মজীবনে প্রমাণ রেখেছেন সততার, দক্ষতার ।
তাই সরকার যখন অবসরের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্তই নিয়েছে তখন যৌক্তিক কারণগুলো অবশ্যই বিবেচনা করবে আশা করি ।