রাষ্ট্র বড় না মানুষ বড়?

শয়তান কবি
Published : 23 Jan 2012, 04:17 AM
Updated : 23 Jan 2012, 04:17 AM

আধুনিক রাষ্ট্রের জন্ম বেশীদিন হয়নি। গণতান্ত্রিক ধ্যান ধারণাও বেশী দিনের পুরানা নয়। যখন রাষ্ট্র ছিলনা তখনও সমাজ বা দেশ পরিচালিত হতো শক্তিমানদের দ্বারা। এক সময়ে রাজ মহারাজা নবাব বাদশাহর জামানা এলো। এখনও আমরা রাজাদের ইতিহাস পড়ি। রাষ্ট্র ব্যবস্থা কখন অত্যাচারী হয়ে উঠে? যখন নাগরিক বা জনগণ রাষ্ট্রের আইন দ্বারা নিষ্পেষিত হয়। রাষ্ট্র যখন নাগরিকের সকল অধিকার কেড়ে নেয়। বাংলাদেশ আইন ও সংবিধান পেয়েছে পাকিস্তান থেকে। আর পাকিস্তান পেয়েছে বৃটিশদের কাছ থেকে। বৃটিশরা ছিল বিদেশী কলোনিয়াল শাসক। তাদের আইন ছিল অত্যাচারের জন্যে। সেসব আইন এখনও বাংলাদেশে কার্যকর ও জারী রয়েছে। আমাদের রাজনীতিকরা মনো জগতে এখনও স্বাধীন হননি। আমাদের সবকিছুই চলছে বৃটিশ আইন দ্বারা। এখানে সবকিছুই মানুষের চেয়ে বড়। নাগরিকরা তথাকথিত জুলুমবাজ আইন দ্বারা শাসিত ও নিষ্পেষিত। আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, কিন্তু বিপ্লব করিনি। আমরা নাগরিক বা জনগণ শব্দের আগে মহান ব্যবহার করিনা। আমাদের সেনা বাহিনী মহান, আমাদের মুক্তিযুদ্ধ মহান, আমাদের আদালত মহান, আমাদের নেতারা মহান, শুধু নাগরিক আর জনগণ রয়ে গেল অমহান।