বাঙালি না বাংলাদেশী?

শয়তান কবি
Published : 16 Feb 2011, 05:25 PM
Updated : 16 Feb 2011, 05:25 PM

বিষয়টা নিয়ে আমি খুবই বিভ্রান্ত বা কনফিউজড। কেউ বলছেন, আমরা বাঙালি আবার কেউ বলছেন আমরা বাংলাদেশী। আবার কেউ বলছেন দু'টোই ঠিক। বাবু সুরঞ্জিত সেন বলছেন সংবিধানে বাঙালি ও বাংলাদেশী দুটোই থাকবে। সন তারিখ মনে নেই। জাতীয় সংসদে মানবেন্দ্র লারমা বলেছিলেন,আমরা বাঙালি নই,আমরা চাকমা। এটা ছিল লারমার উত্তর। বঙ্গবন্ধু বলেছিলেন তোরা সবাই বাঙালি হয়ে যা। ভারতে বহু জাতি আছে। কিন্তু সবাই ভারতীয়। পাকিস্তানেও বহু জাতি আছে। তারাও সবাই পাকিস্তানী। আমাদের দেশেও চাকমা,মগ, সাঁওতাল সহ আরও বহু ক্ষুদ্র জাতি বা আদিবাসী আছে। তারা কেউ বাঙালি নয়। বাংলাদেশে যারা বাস করে তারা সবাই বাংলাদেশী।
এটা হলো আমার ধারনা। বলুনতো, আপনারা কি ভাবছেন?