দ্বিজাতি তত্ত্ব এবং অখন্ড ভারত

শয়তান কবি
Published : 17 Feb 2011, 04:35 PM
Updated : 17 Feb 2011, 04:35 PM

ইদানিং শুনতে পাচ্ছি জিন্নাহ সাহেব নাকি ভারত বিভক্তি চাননি। কথাটা বলেছেন যশওয়ান্ত সিং ও আদভানী সাহেব। আরও শুনেছি ভারতের হেরিটেজ ফাউন্ডেশন নাকি গবেষণা করছে অখন্ড ভারতে ফিরে গেলে কেমন হয়। অথবা অখন্ড ভারত থাকলে কেমন হতো। অনেক জ্ঞানী গুণী ও বিদ্বান মানুষ বিষয়টা নিয়ে গবেষণা করছেন। শুনে আমার খুব ভাল লেগেছে। আবার এক গ্রুপ ইতিহাসবিদ বলছেন, ভারতের ইতিহাস বিনির্মাণ বা পুন:নির্মান করা দরকার। গবেষকরা ভারত বিভক্তির জন্যে কংগ্রেস এবং তার সে সময়ের বড় বড় নেতাদের দায়ী
করছেন। কংগ্রেসের সাম্প্রদায়িক রাজনীতির কারনে নাকি জিন্নাহ বাধ্য হয়ে দ্বিজাতি তত্ত্ব পেশ করেছেন। বাংলা বিভক্তিও নাকি হয়েছে কংগ্রেস নেতাদের কারনে। বিষয়টা আমাকে খুবই ভাবিয়ে তুলেছে। কেমন করে আবার অখন্ড ভারত হবে? এখনতো দ্বিজাতি নয় ত্রিজাতি ( বাংলাদেশ ভারত পাকিস্তান ) প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের ভিতর আরো অনেক জাতি স্বাধীনতার দাবীতে লড়াই করে যাচ্ছে।