‘বাংলাদেশ জিন্দাবাদ’

শয়তান কবি
Published : 18 Feb 2011, 04:03 PM
Updated : 18 Feb 2011, 04:03 PM

এটা মাত্র একটা হেডিং। মন্তব্য বা বক্তব্য নয়। আইসিসি প্রেসিডেন্ট ও ভারতের মন্ত্রী শারদ পাওয়ার তাঁর বক্তৃতা শেষে বাংলাদেশ জিন্দাবাদ
বলেছেন। সরকার হয়ত ভেবেছিলেন, পাওয়ার সাহেব জয় হিন্দ ও জয় বাংলা বলবেন। আওয়ামী লীগ ভাবে জিন্দাবাদ পাকিস্তানী
শ্লোগান। অর্থমন্ত্রী মোহিত সাহেব তাঁর বক্তৃতা শেষে বলেছেন, খোদা হাফেজ। কামাল সাহেব বলেছেন, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতার শুরুতে বিসমিল্লাহ বলেছেন। একই মঞ্চে আমরা একই বিষয়ে কথা বলতে গিয়ে আমরা নানা ধরনের কথা
শুনলাম।

এ রকম গোঁজামিল আমাদের সংবিধানেও আছে। সংবিধানে বিসমিল্লাহ থাকবে। রাস্ট্রধর্ম ইসলামও থাকবে। কিন্তু রাস্ট্র সেকুলার থাকবে।
আমিতো কিছু বুঝতে পারছিনা। আপনারা কি কিছু বুঝতে পারছেন?