Secularism ও ধর্ম নিরপেক্ষতা

শয়তান কবি
Published : 20 Feb 2011, 06:29 AM
Updated : 20 Feb 2011, 06:29 AM

Secular is an English word means not sacred, not monastic temporal, skeptical of religious truth or oppose to
religious education ( Oxford Dictionary), আমরা সেক্যুলার শব্দটির বাংলা করেছি ধর্ম নিরপেক্ষ। অনুবাদটি ঠিক হয়নি। সোজা অনুবাদ হলো
যারা জাগতিক বিষয়ে বেশী আগ্রহী। ধর্মে আগ্রহ নেই। যারা ধর্মীয় শিক্ষায় বিশ্বাস করেনা। যারা ধর্মের ব্যাপারে সন্দিহান। ব্যক্তি পর্যায়ে
যারা সেক্যুলার তারা রাস্ট্র বা সমাজে তাদের চিন্তাধারার একটা প্রতিফলন দেখতে চান। তারা বলেন রাস্ট্র সেক্যুলার থাকবে। ফলে
সবকিছুই থাকবে। বর্তমানে বাংলাদেশের অবস্থা যেমন। সরকার দিশাহারা অবস্থায় চলছে। বলছে সংবিধানে বিসমিল্লাহ থাকবে। রাস্ট্রধর্ম
ইসলাম ও থাকবে। আবার রাস্ট্র সেক্যুলারও থাকবে। ইদানিং সরকার প্রধান তাঁর ভাষনের শুরুতে বিসমিল্লাহ বলা শুরু করেছেন। মানবাধিকার
কমিশনের চেয়ারম্যান ড: মিজান বলেছেন, সেক্যুলারিজম আর বিসমিল্লাহ সাংঘর্ষিক।

বিষয়টা নিয়ে আপনারা কিছু ভাবছেন?