৭ ই মার্চ না ২৬ শে মার্চ?

শয়তান কবি
Published : 1 March 2011, 07:27 AM
Updated : 1 March 2011, 07:27 AM

সম্প্রতি এক সেমিনারে কয়েকজন বুদ্ধিজীবী বলেছেন ৭ই মার্চকে স্বাধীনতা দিবস ঘোষনা দিলে ঘোষনা বিষয়ক সমস্যা আর থাকবেনা। '৭১ সালের ৭ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক ভাষনে বলেছিলেন, ''এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"। তারপর তিনি ২১শে মার্চ থেকে ২৪শে মার্চ পর্যন্ত জেনারেল ইয়াহিয়ার সাথে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহন নিয়ে আলোচনা চালান। আলোচনা ব্যর্থ হয়েছে কিনা তাও তিনি পরদিন ২৫শে মার্চ সারাদিন কাউকে জানান নি। ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানীরা আঘাত হানলে ২৬/২৭শে মার্চ চট্টগ্রামের কালুঘাট বেতার থেকে অজ্ঞাত এক মেজর জিয়া বঙ্গবন্ধৃর পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন। মুজিব নগর সরকারও ২৬শে মার্চকে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষনা করে। এখন আপনারাই বলুন আমাদের স্বাধীনতা দিবস কোনটি?