সবার সামনে সিগারেট ধরালেন

দিদারুল আলম
Published : 13 May 2012, 08:54 AM
Updated : 13 May 2012, 08:54 AM

গতকাল সন্ধ্যা সাতটার দিকে মৌচাক আনারকলি মার্কেট এর নিচে চা খাচ্ছিলাম । হঠাৎ দেখলাম বাংলা সিনেমার ভিলেনদের মত RAB এর দু জন সদস্য আসছেন মোটর সাইকেল এ করে। আমার এক বন্ধু ছিল আমার সাথে ওর হাতে ছিল সিগারেট যেহেতু জনসমক্ষে,রাস্তায়,মার্কেট এ সিগারেট খাওয়া অপরাধ এবং এর জন্য ৫০ টাকা জরিমানা আদায় এর ব্যবস্থা রয়েছে তাই ও ভয় পেয়ে হাত থেকে সিগারেট ফেলে দেয়। একটু পরে অবাক হয়ে দেখলাম RAB এর একজন সদস্য সবার সামনে সিগারেট ধরালেন।আমার বন্ধু বললো তাহলে আমি কেন সিগারেট ফেলে দিলাম।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী যদি বেআইনি কাজ করে তাহলে জনগন ত করবেই।আরো উৎসাহ পাবে তরুনরা।আমার বন্ধুটি আবার সিগারেট ধরালো। আমি একটি ছবি তুলতে চেয়েছিলাম।পরে আবার ক্রসফায়ার, এনকাউন্টার এসব ভয়ে তুললাম না।