সৌদির বাঙালিরে অবস্তাই-বা কি? সঠিক কতা কইনড্যে?

শিরু
Published : 17 March 2012, 06:44 AM
Updated : 17 March 2012, 06:44 AM

বঙ্গবন্ধুর শুভ জন্মদিনে শুভেচ্ছা জানাইয়ে শুরু কইল্ল্যাম।

"সৌদি আরবে বাংলাদেশী ধরপাকড় শুরু : ২ দিনে ফেরত এসেছেন ৩ শ' "-এই শিরোনামে সংবাদ পইড়ল্যাম চিন্তা-চিন্তা লাগতিছে। ম্যালা কয়জনের সাতে কতা কইয়্যেই তো উরা সংবাদখ্যান দেছে।
ওদিকে দেশ-নাতনী সায়মা ওয়াজেদ রিয়াদে এক অনুষ্ঠানে খালাফ আল-আলীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানা কইছ্যেন, "একটি সৌদি পরিবার কেবল তাদের একজন সদস্যই হারায়নি, বরং এই পবিত্র মাটি একজন মহান সন্তানকে হারিয়েছে।" ঢাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা হত্যাকারীদের শিগগির খুঁজে বের করা হবে।

সরকারের শীর্ষ পর্যায় থেকে দীপু মনিকে সৌদি আরব যাওয়ার নির্দেশ দেওয়ার সুর টাইন্যে আনোয়ারুল করিম ম্যালা কথার বুলি আওড়াই ছিল্যেন "সৌদি সরকারকে সামলাতে রিয়াদ যাচ্ছেন দীপু" শিরোনাম দিয়ে। সরকারের সংশ্লিষ্টরা নাকি অনেকটা উদ্বিগ্নও হয়ে উঠি ছিল্যেন। কিন্তু কয়দিন আগে দেইকল্যাম এক জাগায় ইসপিশাল নিউজে দিছিলো "সৌদি আরবের ভিসা এখনও পাননি দীপু মনি" ।
এক পত্রিকা বিডিনিউজের নাম লিয়ে খুব চ্যাঁচাইয়ে লেইকলো : "পুলিশ এখনও অন্ধকারে"

প্রশ্ন হচ্চে- দ্যাশের অবস্তা কী? আর সৌদির বাঙালীরে কী অবস্তাই-বা কি? সঠিক কতা কইনড্যে?

সূত্র-১: কিলিক
সূত্র-২: কিলিক
সূত্র-৩: কিলিক
সূত্র-৪: কিলিক
সূত্র-৫: কিলিক