অগ্নিদগ্ধ রোগীদের হোমিওপ্যাথিক চিকিৎসা

ডাঃ এস এন রশীদ
Published : 12 Feb 2015, 08:14 PM
Updated : 12 Feb 2015, 08:14 PM

এ্যালোপ্যাথিক শাস্ত্রে অগ্নিদগ্ধ (আগুনে পোড়া) রোগীদের যে চিকিৎসা দেওয়া হয় তার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা করলে অতিদ্রুত উপকার পাওয়া যায়। হোমিওপ্যাথি শাস্ত্রে ক্যান্থারিস-Q (মাদার টিংচার) ওষুধটি যে কোন বড় হোমিওপ্যাথিক দোকানে পাওয়া যায়। এই ওষুধটি থেকে পাঁচ ফোটা করে ওষুধ পাঁচ চামচ পানিতে মিশিয়ে যে জায়গায় ফোস্কা পড়ে গিয়েছে, সেখানে তুলা দিয়ে লাগাবেন। তাহলে জ্বালাপোড়া কমে যাবে এবং ঘা শুকিয়ে যাবে। ওষুধ লাগানোর আগে ফোস্কাগুলোকে ফাটিয়ে দিবেন না। ফোস্কার উপরেই ওষুধ লাগাবেন। এভাবে দিনে তিন চার বার ওষুধ লাগালে ঘাগুলো দ্রুত শুকিয়ে যাবে। সাবধান, এ ওষুধ মুখে খাওয়ানো যাবে না। আগুনে পোড়া ঘা শুকিয়ে যাওয়ার সময় খুব যন্ত্রণা হয়।
সেখানে এই ওষুধ দিলে যন্ত্রণা থাকবে না।