বি.এন.পিকে দেয়া 50/05 কোটি রুপির ইতিবৃত্ত…

ইল্লত
Published : 22 March 2012, 05:46 AM
Updated : 22 March 2012, 05:46 AM

আমরা জানি সংবাদ মাধ্যম হল একটি দেশের/ সমাজের দর্পণ। সেটা বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে যেমন দেশকে সঠিক পথে পরিচালিত করতে পারে আবার মিথ্যা, ভুল তথ্য দিয়ে চরম ক্ষতিও করতে পারে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) এর টাকা দেয়া নিয়ে কত কিছুই না হল, কিন্তু আমদের প্রধান মন্ত্রী কী দেশের ভাবমূর্তির কথা চিন্তা করেও অন্তত একবার ভেবে দেখেছেন বিষয়টা কতটা সত্য বা মিথ্যা ? সেই ভারতেরই "টাইমস অফ আসাম" বিষয়টা নিয়ে যে লেখাটা প্রকাশ করেছে সেটা ই প্রমাণ করে এর উত্স কোথায়। আজকের দৈনিক যুগান্তর, ইনকিলাব এ প্রকাশিত সংবাদটি পড়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছি।

মাননীয় প্রধান মন্ত্রীকে অনুরোধ করছি, আপনি ভুলে যাবেন না বাংলাদেশের মানুষ আপনাকে এদেশের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেছে এখন আপনি শুধু আওয়ামি লীগের না। সুতরাং আমি মনে করি প্রধানমন্ত্রী হিসেবে যে কোনও বিষয়ের গভীরে না গিয়ে কোনও মন্তব্য করা একজন প্রধান মন্ত্রীর জন্য ঠিক না।