দুই হাজার ষাট সালের বাংলাদেশ

ইদুল
Published : 25 May 2012, 10:17 AM
Updated : 25 May 2012, 10:17 AM

মুল কথা হল কেন আল্লাহ নারী ও পুরুষ করল। একটি লিঙ্গ করলে তো এত সমস্য হত না। সুতরাং ২ভাই বা ২বোন থাকলে ও সমস্য হয়। ভাইতে ভাইতে সমস্য, বোনে বোনে সমস্য। সুতরাং নারী ও পুরুষ সমস্য থাকবে। নারী যদি পুরুষের কাজ করতে চায় তাহলে পুরুষ যদি নারীর কাজ করে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ২০১০ সালে সিটি কর্পোরেশনে যে ডিভোর্স কেস এন্ট্রি হয়ছে সেখানে ৭৪% ডিভোর্স বাই দি ওমেন । এটা দোষের কিছুনা, আগামী ৫০ বছর পর কারও জীবন ১টি বিয়েতে পার হবে না। এটা বলে দিতে পারি। এই মানসিকতা আমাদের তৈরী করতে হবে। আমরা কোথায় যাচ্ছি। আগামী ৫০ বছর পর আমরা ঘরে তৈরী খাবার খেতে পারব না । আমাদেরকে হোটেল থেকে খেয়ে বা প্যাকেট খাবার কিনে বাসায় এনে খেতে হবে। ইহার জন্য রেডি থাকেন। এটা বাস্তবতা । কারন এখন আমার মেয়ের বয়স ৬ বংসর সে বাসার ভাত খেতে চায়না। বাহিরে খাবার খেতে চায়। সে যে ভাবে লেখা পড়া করতেছে তাতে মনে হয়না তার পক্ষে গৃহিনীর কাজ করা সম্ভব। আগামী ৫০ বছর পর কোন নারী চাকুরী ছাড়া থাকবে না বাস্তবতার প্রেক্ষিতে । সুতরাং তাদের পক্ষে রান্নাবান্না করা সম্ভব না। আর তাদের পক্ষে কোন ভাবেই ১ বিয়েতে জীবন পার করাও সম্ভব না। কারন চাকুরীতে/ব্যবসায় ভাল সুবিধা করতে হলে স্বামী/স্ত্রী পরিবর্তন জরুরী হয়ে পরবে।

অনেক ধন্যবাদ।
আজহারুল ইসলাম