ভাষা নেই কোনো!

ক্রিস্টাল ইভান
Published : 7 May 2012, 06:18 PM
Updated : 7 May 2012, 06:18 PM

আজকে গুলশান-২ নং এলাকার একমাত্র শিশুদের খেলাধুলার স্থান ওয়ান্ডার ল্যান্ড চিলড্রেন পার্ক ভেঙে ফেলা হচ্ছে। এর বিকল্প হিসাবে ছেলে মেয়ে রা কী পাচ্ছে??? একটি বড় দালান আর সাথে ঘরে বসে কম্পিউটার, ট্যাব, xbox এর গেম নির্ভর শৈশব। দেশ এ কত অবৈধ স্থাপনা থাকতে কেন এই স্থানটির এর উপর আঘাত। আমাদের নিয়ন্ত্রক সংস্থা গুলোর বিবেক এর উপর আমার এই প্রশ্ন???

বিডিনিউজ টোয়েন্টিফোর থেকে নিম্নোক্ত লাইনটি যুক্ত করলাম , "এটা রাজউকের জায়গা। সবার জন্য উন্মুক্ত শিশু পার্ক করার জন্য ঢাকা সিটি করপোরেশনকে বরাদ্দ দিয়েছিলো। কিন্তু এই নিয়ম না মেনে সিটি কর্পোরেশন বেসরকারিভাবে লিজ দেয়।" ভুল যা করবার সেটা করেছে সিটি কর্পোরেশন আর রাজউক …..কিন্তু ভুক্তভোগী আবারও সাধারণ শিশু আর জনতা……এই মুহূর্তে আমি আসলেই এক প্রশ্নের সম্মুক্ষিন যে আমরা অবঙ্গ আমাদের দেশ কোন দিকে অগ্রসর হচ্ছি???